তিনবার সৌদি আরবে গিয়েছিল ওয়েস্টমিনস্টারের হামলাকারী মাসুদ
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
ব্রিটেনের পার্লামেন্টের বাইরে আক্রমণকারী জঙ্গি সৌদি আরবে ছিল। ওয়েস্টমিনস্টারের হামলাকারী তিনবার সৌদিতে গিয়েছিল বলে জনিয়েছে লন্ডনে সৌদি আরবের দূতাবাস। সৌদি আরবে খালিদ মাসুদ ইংরেজি শেখাত। সৌদি দূতাবাসের তরফ থেকে শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে, খালিদ মাসুদ ২০০৫–এর নভেম্বর থেকে ২০০৬–এর নভেম্বর পর্যন্ত এবং ২০০৮–এর এপ্রিল থেকে ২০০৯–এর এপ্রিল পর্যন্ত সৌদি আরবে ইংরেজি পড়িয়েছে। তার ‘ওয়ার্ক ভিসা’ ছিল। সে ছ’দিনের জন্য সৌদি আরবে এসেছিল ২০১৫ সালের মার্চে।
খালিদ মাসুদ সম্পর্কে কোনও অপরাধের রেকর্ড নেই সৌদির গোয়েন্দাদের কাছে। জানা যায় , মাসুদের আগে নাম ছিল অ্যাড্রিয়ান এলম। সে বদমেজাজি বলে ইংল্যান্ডে পরিচিত ছিল। তার নামে ইংল্যান্ডে কয়েকটি ফৌজদারি অপরাধের মামলাও রয়েছে বলে জানা যায়। গত বুধবার দুপুরে কালো এসইউভি চালিয়ে ওয়েস্টমিনস্টার ব্রিজে বেশ কয়েকজন পথচারীকে চাপা দেয় সে। তারপর ব্রিটিশ পার্লামেন্টের বাইরে এক পুলিশকর্মীকে ছুরি মারে। তারপরই নিরাপত্তারক্ষীদের গুলিতে সে প্রাণ হারায়। খবরঃএপি