২০৭০-এ বিশ্বে মুসলিমদের সংখ্যা পৌঁছে যাবে শীর্ষে

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

সম্প্রতি ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে বর্তমান বৃদ্ধির হার অব্যাহত থাকলে ২০৭০ সাল নাগাদ ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বে সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবে।

A crowd greets Pope Francis as he arrives to celebrate Mass in Revolution Square in Havana Sept. 20. (CNS photo/Reuters) See POPE-HAVANA-MASS Sept. 20, 2015.

জনসংখ্যা বৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরে পিউ রিসার্চ সেন্টার বলেছে, বিশ্বে ২০১০ সালে মুসলিমদের সংখ্যা ছিল ১৬০ কোটি, যা মোট জনসংখ্যার প্রায় ২৩ শতাংশ। ২০৫০ সালে মুসলিম ধর্মের মানুষের সংখ্যা ৭৩ শতাংশ বাড়বে। অন্যদিকে বর্তমানে সংখ্যাগরিষ্ঠ খ্রিষ্টধর্মাবলম্বীদের সংখ্যা ৩৫ শতাংশ বাড়বে। একই সময়ে সারা বিশ্বের জনসংখ্যা বাড়বে ২০১০ সালের তুলনায় ৩৭ শতাংশ। ফলে ২০৫০ সালে মুসলিম আর খ্রিষ্টধর্মাবলম্বীর সংখ্যা প্রায় সমান হয়ে যাবে।

আর ২০৭০ সাল নাগাদ মুসলিমদের সংখ্যা বর্তমানে শীর্ষে থাকা খ্রিষ্টানদেরও ছাড়িয়ে যাবে। অন্যদিকে হিন্দুধর্মাবলম্বীর সংখ্যা ৩৪ শতাংশ, ইহুদির সংখ্যা ১৬ শতাংশ, লোকজ ধর্মানুসারীদের সংখ্যা ১১ শতাংশ এবং অন্যান্য ধর্মাবলম্বীর সংখ্যা ৯ থেকে ৬ শতাংশ বাড়বে বলে গবেষনায় দেখানো হয়েছে। অপরদিকে বৌদ্ধধর্মাবলম্বীর সংখ্যা ০.৩ শতাংশ কমে যাবে বলে এ গবেষনায় বলা হয়েছে। সূত্রঃ বর্তমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *