এসব জঙ্গী হামলা বিচ্ছিন্ন ঘটনা, ভয়ের কিছু নেই : ডিএমপি কমিশনার
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
ডিএমপি কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীর আশকোনা ও খিলগাঁয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে জঙ্গি হামলা বিচ্ছিন্ন ঘটনা। আর এ কারনে ভয়ের কিছু নেই। আমাদের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাগরিকদের নিরাপত্তায় সদা পাশে আছে। তিনি আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিরর সুফিয়া কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ড. মো. আব্দুল হালিম পাটওয়ারীর সভাপতিত্বে জঙ্গিবাদ বিরোধী এক অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি আরও বলেন স্মরণকালের যে কোন সময়ের চেয়ে আইন শৃংখলা পরিস্থিতি ভাল। কমিশনার বলেন, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন একের পর এক সফল অভিযান চালিয়ে জঙ্গি আস্তানাগুলো গুড়িয়ে দিচ্ছে, তখনই জঙ্গিরা রাজধানীর আশকোনা ও খিলগাঁয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে হামলা চায়িয়েছে। তিনি বলেন, যেকোন ধরনের সন্ত্রাসী ও জঙ্গি হামলা মোকাবেলা করার মতো প্রস্তুতি আমাদের রয়েছে। সূত্র-বাসস