রাঙ্গামাটিতে পাহাড় ধসে তিনজন নিহত
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
আজ বৃহস্পতিবার বিকালে রাঙ্গামাটি শহরের কলেজ গেট এলাকায় পাহাড় ধ্বসে মাটি চাপা পড়ে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তিরা হলেন বাড়ির মালিক শামসুল আলম, নির্মাণ শ্রমিক কালু মালাকার ও মো. হানিফ। এ ঘটনায় মো. ফারুক নামে আরো একজন আহত হয়েছেন।
রাঙ্গামাটির কলেজ গেট এলাকায় বৃহস্পতিবার বিকেল ৪টার সময় একটি সেমি পাকা ঘরের ওয়াল নির্মাণ কাজ চলার সময় হঠাৎ পাহাড়ের মাটি ধ্বসে বাড়ির মালিকসহ চারজন চাপা পড়েন। সেনাবাহিনী-ফায়ার সার্ভিস ও পুলিশসহ স্থানীয়রা খবর পেয়ে মাটি সরিয়ে নিচ থেকে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্য তিনজনকে মৃত ঘোষণা করেন। অপরিকল্পিতভাবে পাহাড়ের মাটি কেটে দেয়াল নির্মাণ করায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।