বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থতার কারণে হাজিরা দিতে ঢাকার নিম্ন আদালতে যাননি। আজ রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার ১০ মামলায় খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল।
তার আইনজীবী সানাউল্লাহ মিয়া এবং মাসুদ আহমেদ তালুকদার আদালতকে জানিয়েছেন, খালেদা জিয়া আদালতে আসার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় আদালতে আসতে পারেননি তিনি। তাই আমরা তার পক্ষে সময় প্রার্থনা করছি। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এর বিরোধিতা করে বক্তব্য দেন। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা শুনানি শেষে সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ২৮ মার্চ ধার্য করেন। আদালত ওই দিন খালেদা জিয়াকে আদালতে হাজির থাকার নির্দেশ দেন।