মুক্তি পাচ্ছেন হোসনি মুবারক

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারক অবশেষে মুক্তি পাচ্ছেন। দীর্ঘ ৬ বছর ধরে জেলে বন্দী আছেন তিনি। চলতি সপ্তাহেই মুক্তি দেওয়া হবে তাঁকে। ৩০ বছর দেশের প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী হোসনি মুবারক ২০১১ সালে আরব বসন্তের শুরুতে মিশরে এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন।

Hosni

খুন, আর্থিক দুর্নীতি–সহ একাধিক অভিযোগে তাঁকে বন্দী রাখা হয়। সেনা অভ্যুত্থানে যোগ দেওয়া ২৩৯ জন বিক্ষোভকারীকে খুনের ষড়যন্ত্রের কারণে ২০১২–এ হোসনি মুবারককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। পরে তাকে অব্যাহতি দেওয়া হয় ওই মামলা থেকে। যদিও মুবারকের প্রেসিডেন্টের প্রাসাদ রক্ষণাবেক্ষণের অর্থ নয়ছয় করার কারণে জেল খাটার কথা ছিল। কিন্তু খুনের মামলায় দীর্ঘদিন আটক থাকায় ওই শাস্তির মেয়াদ সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। তাই আর তাঁর মুক্তিতে কোনও বাধা নেই। বন্দী হওয়ার পর থেকেই জেল এবং সেনা হাসপাতালে দিন কাটছে হোসনির। তার আইনজীবী জানিয়েছেন, মুক্তির পরে কায়রোর পাশে হেলিওপলিসে নিজের বাড়িতে ফিরে যাবেন সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক।‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *