মিশরে প্রাচীন রাজার বিশাল মূর্তি আবিষ্কার

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
নীল নদের তলদেশ থেকে ৩০০০ বছরের পুরনো একটি মূর্তি উদ্ধার করেছেন মিশরের প্রত্নতাত্ত্বিকরা। এটি মিশরের একজন রাজা বা ফেরো দ্বিতীয় র্যামসেসের মূর্তির দেহের অংশ বলে ধারনা করা হচ্ছে। গত সপ্তাহে একই জায়াগায় মূর্তির মাথাটি খুঁজে পাওয়া যায়।
রাজধানী কায়রোর কাছে প্রাচীন মিশরের রাজধানী হেলিওপোলিসের ধ্বংসাবশেষের জায়গায় এই মূর্তিটি খুঁজে পাওয়া যায়। মোট ৬০ বছর রাজত্ব করেছিলেন ফেরো দ্বিতীয় র্যামসেস। সে সময় মিশরের নামডাক ছড়িয়ে পড়ে ব্যপকহারে। মিশরীয় এবং জার্মান প্রত্নতাত্ত্বিকদের একটি যৌথ দল তিন টন ওজনের এই মূর্তিটি খুঁজে বের করে।