পাচার করা মহিলাদের চামড়া কেটে চলছে ব্যবসা
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
নেপাল থেকে মহিলাদের পাচার করে মুম্বাইয়ে এনে ছাড়িয়ে নেওয়া হচ্ছে তাদের দেহের চামড়া। তারপরে চড়া দামে সেই চামড়া বিক্রি করা হচ্ছে। যা কাজে লাগছে পুরুষাঙ্গ এবং নারীবক্ষের আকৃতি বাড়ানোর অস্ত্রোপচারে। নারী পাচারের এমন ভয়াবহ রূপের কথা বোধহয় জানা যায়নি আগে।
নেপাল ছাড়াও বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহার থেকে নারী পাচার করে ব্যবহার করা হচ্ছে এই কাজে। আর এই ঘৃণ্যকাজে মূলত টার্গেট করা হচ্ছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির মহিলাদেরই। আর এমনটিই দাবি করছেন সর্বভারতীয় সংবাদমাধ্যম। বিভিন্ন দেশ ও জায়গা থেকে কাজের লোভ দেখিয়ে মুম্বাই নিয়ে আসা হচ্ছে মহিলাদের। তারপরে তাদের মাদক খাইয়ে নেশাগ্রস্ত করে বা গায়ের জোরে আটকে রাখা হচ্ছে। চাহিদা মতো মূলত পিঠ ও নিতম্বের উপরের অংশ থেকে কেটে নেওয়া হচ্ছে চামড়া। অস্ত্রোপচারের কাজে লাগানো হচ্ছে সেই চামড়া।
কেটে নেওয়া চামড়া ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকায় (১৩০ বর্গ সেন্টিমিটারের দাম ১৫০ ডলার) ভারতের প্যাথলজি ল্যাবে বিক্রি হচ্ছে। এরপর সেই চামড়া পাঠানো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আর এই চামড়া দিয়ে যেখানে কৃত্রিম চামড়া ও কোষ তৈরি করা হয় কসমেটিক সার্জারির জন্য। বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়ছে নেপাল সরকার। নেপালের মহিলা, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী কুমার খাদকা বলেছেন, ‘রিপোর্টের কথা জানতে পেরে আমরা চমকে গেছি। টাকার লোভ দেখিয়ে নারী পাচার, কিডনি পাচার, যৌন নির্যাতনের কথা অনেক সময় শোনা যায়। কিন্তু, চামড়া পাচারের কথা আগে শোনা যায়নি। আমরা যথাযথ ব্যবস্থা নেব।’ সূত্রঃআজকাল