মাহমুদুল্লাহ রিয়াদকে দেশে ফেরত পাঠানো হচ্ছে

স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

বুধবার মাহমুদুল্লাহ রিয়াদ কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টে খেলছেন না বলে জানা গেছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে।

Mahmudullah

আগামীকাল দেশে ফিরছেন মাহমুদুল্লাহ রিয়াদ। খালেদ মাহমুদ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য মাহমুদুল্লাহকে ফেরানো হবে কিনা তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন। আর সে সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। এদিকে, ১৫ই মার্চের ম্যাচটি বাংলাদেশের শততম টেস্ট ম্যাচও। গ্যল টেস্টের দুই ইনিংসে মাহমুদুল্লাহর সংগ্রহ যথাক্রম আট এবং শূন্য। দুই ওভার বল করেছেন তিনি। এর আগে অর্ধশতক করেছিলেন ভারতের বিপক্ষে টেস্টে। আর তারও আগের দশ ইনিংসে অর্ধশতক করতে পারেননি কোনটাতেই।

ফলে এমন আলোচনা ছিল যে, গ্যল টেস্টের পারফর্ম্যান্সের পর তিনি বাদ পড়তে পারেন। আর ফর্মের জন্য লড়াইরত মাহমুদুল্লাহর মত একজন সিনিয়র খেলোয়াড়কে না খেলিয়ে বসিয়ে রাখার চেয়ে দেশে ফেরত পাঠানো কে সমীচীন মনে করেছে দল। ক্রিকইনফ আরও জানিয়েছে, সকালে দলের সঙ্গে মাহমুদউল্লাহ অনুশীলনে গেলেও মাঠে নামতে দেখা যায়নি তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *