ভূতের ভয়ে বাড়িছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল টেমের ভূতের ভয়ে তটস্থ। বাড়িও পাল্টে ফেললেন অনেকটা বাধ্য হয়ে। শনিবার এমনই খবর প্রকাশিত হয়েছে ব্রাজিলের একটি সাপ্তাহিক সংবাদপত্রে । যেখানে মাইকেল দাবি করেছেন, তিনি যে বাড়িটিতে থাকেন সেখানে নাকি ভূত রয়েছে। শুধু তাই নয়, রাজধানী ব্রাসিলিয়ায় অফিস থেকে বাড়ি ফেরার সময় ভূতেরাই তাঁর গাড়ি চালিয়েছেন, এমনও দাবি করেছেন তিনি।

President of Brazil

কয়েকদিন আগেই তিনি জানিয়েছিলেন, প্রেসিডেন্টের জন্য বরাদ্দ ‘অ্যালোভোরাদা’ প্যালেসে থাকবেন না। আগের প্যালেসেই ফিরে যাবেন। তাই ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন যেখানে থাকতেন সেই জাবারু প্যালেসেই স্ত্রী এবং সাত বছর বয়সি ছেলেকে নিয়ে ফিরে যান তিনি। ৭৬ বছর বয়সি তেমের জানান, ‘এখানে কিছু একটা রয়েছে। প্রথম দিন থেকেই আমি ঘুমোতে পারিনি। কোনও একটা খারাপ শক্তি রয়েছে। বারবার আমি সেটা অনুভব করেছি। আমার স্ত্রী মার্সেলাও আমার সঙ্গে সহমত। সেও কারোর উপস্থিতি টের পেয়েছে। কেবলমাত্র আমাদের ছেলে মাইকেলজিনহোর এই বাড়িটি পছন্দ হয়েছে। আমাদের বারবার মনে হয়েছে বাড়িটায় ভূত রয়েছে।’

ইতিমধ্যই টেমের এক ওঝাকেও নিয়ে এসেছিলেন, যাতে এই ভুতুড়ে কাণ্ড থামানো যায়। কিন্তু সেই প্রচেষ্টাও সফল হয়নি। বর্তমান প্রেসিডেন্ট শুধু বাড়ি নয়, রাজনৈতিক দিক থেকেও এখন কোণঠাসা অবস্থায় আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *