বিজিএমইএ ভবন ভাঙ্গার জন্য ৬ মাস সময় দিয়েছে আপিল বিভাগ

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রাজধানীর হাতিরঝিল প্রকল্প এলাকায় অবস্থিত পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ভবন ভাঙতে ছয় মাসের সময় দিয়েছেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তবে বিজিএমইএ ভবন ভাঙতে তিন বছর সময় চেয়ে আবেদন করেছিল। জবাবে আদালত বিজিএমইকে ছয় মাস সময় দিয়ে তাদের কার্যালয় সরানোর আদেশ দেন।
বিজিএমইএ হাতিরঝিল প্রকল্প এলাকায় যথাযথ অনুমতি ছাড়াই ১৬ তলা এই ভবনটি নির্মাণ করেছিল। ভবনটির মোট আয়তন ২ লাখ ৬৬ হাজার বর্গফুট। এখানে বিজিএমইএর অফিস, সভাকক্ষ ছাড়াও সদস্যদের জন্য অ্যাপারেল ক্লাব রয়েছে। অন্যান্য ফ্লোরে বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে বলে জানা যায়।