আজ চট্রগ্রামে ২টি সাবমেরিন উদ্ভোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

এই প্রথমবারের মতো বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হল ২টি সাবমেরিন। চীনের কাছ থেকে পাওয়া সাবমেরিন দুটি আজ নৌবাহিনীর ফ্লিটে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সাড়ে ১১টার সময় চীন থেকে পাওয়া বিএনএস নবযাত্রা ও বিএনএস জয়যাত্রা সাবমেরিন দুইটির কমিশনিং করেন বিএনএস ঈসা খাঁ নৌ জেটিতে আয়োজিত এক অনুষ্ঠানে।

Submarrine

নবযাত্রা এবং জয়যাত্রা নামের দুটি সাবমেরিন টর্পেডো এবং মাইন দ্বারা সুসজ্জিত, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিনকে আক্রমণ করতে সক্ষম। বাংলাদেশ নৌবাহিনী আগে দ্বিমাত্রিক ছিল। অর্থাৎ দুটি ডাইমেনশনে তারা কাজ করতে পারতো। নতুন এই দুটো সাবমেরিন যুক্ত করার মাধ্যমে নৌবাহিনী ত্রিমাত্রিক শক্তি হিসেবে যাত্রা শুরু করলো। বাংলাদেশ নৌবাহিনীকে  তিনটি ডাইমেনশনে হুমকি মোকাবেলা করতে হয়। আর আজ থেকে এটা মোকাবেলার সক্ষমতা অর্জন করলো বাংলাদেশ নৌবাহিনী। ০৩৫ জি ক্লাসের এই কনভেনশনাল সাবমেরিন দুইটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, যার প্রতিটির দৈর্ঘ্যে ৭৬ মিটার এবং প্রস্থে ৭.৬ মিটার।

Leave a Reply

Your email address will not be published.