ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েস আর নাই
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস আজ সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………)। শনিবার সকাল ছয়টার দিকে ব্রাজিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মিজারুল কায়েস গত ১১ ফেব্রুয়ারী থেকে ব্রাজিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মিজারুল কায়েস ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি যুক্তরাজ্য, মালদ্বীপ ও রাশিয়াতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।