ইরাকে বিয়েবাড়িতে আত্নঘাতী বিস্ফোরণে মৃত অন্তত ২৬

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

বাগদাদের উত্তরে একটি বিয়েবাড়িতে জোড়া আত্নঘাতী বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত হয়েছেন৷ ইরাকের প্রশাসন সূত্র থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, ওই বিস্ফোরণে অন্তত কয়েক ডজন মানুষ আহত হয়েছেন৷ আইএস জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে ধারনা করা হচ্ছে৷

Iraq

বুধবার, এক আত্নঘাতী জঙ্গি শরীরে বিস্ফোরক বোঝাই বেল্ট বেধে বিয়েবাড়িতে ঢুকে পড়ে প্রথম বিস্ফোরণটি ঘটায় বাগদাদ থেকে ১৩০ কিলোমিটার দূরে তিখরিতের হাজাজ প্রদেশে ৷ সংবাদ সংস্থা এপির খবরে জানানো হয়, প্রথম বিস্ফোরণের পর আক্রান্তরা যখন নিরাপদ স্থানের দিকে ছুটে যাচ্ছিলেন, ঠিক তখনই আরেক জঙ্গি দ্বিতীয় বিস্ফোরণটি ঘটায়৷ বিস্ফোরণে নিহত ২৬ জনের মধ্যে অধিকাংশই শিশু। আহত হয়েছেন অন্তত ৬৭ জন৷ এখনো কোন জংগী গোষ্টী এই হামলার দায় স্বীকার করেনি। তবে ইরাকের প্রশাসন আইএসকে সন্দেহ করছে। যে এলাকায় বিস্ফোরনটি হয়েছে সেখানে আইএসের আধিপত্য রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *