সিলেটে খাদিজা হত্যা মামলার রায়ে বদরুলের যাবজ্জীবন কারাদণ্ড
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
সিলেটে চাঞ্চল্যকর বহুল আলোচিত খাদিজা হত্যা প্রচেষ্টা মামলার রায় হয়েছে। রায়ে এ মামলার একমাত্র আসামী সাবি ছাত্র বদরুলের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেটের মহানগর দায়রা জজ আজ এ রায় ঘোষণা করেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগের স্থানীয় নেতা বদরুল আলম প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর গত বছরের ৩রা অক্টোবর মাসে সিলেটে প্রকাশ্যে কলেজ ছাত্রী খাদিজা বেগমকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। অদুরে থেকে অনেকে এ দৃশ্য মোবাইলে ধারন করেন। পরে এই ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সোশ্যল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সারাদেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিলো।
খাদিজাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে সিলেট মেডিকেল ও পরে সেখান থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘদিন নিবিড় চিকিৎসার পর খাদিজা সুস্থ্য হয়ে উঠেন। পরে তাকে সাভার সিআরপিতে স্থানান্তর করা হয়। অবশেষে খাদিজা সুস্থ্য হয়ে বাড়ী ফিরেন।