কাবুলে এক সেনা হাসপাতালে জঙ্গি হামলা
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
কাবুলে সেনাবাহিনীর একটি হাসপাতালে জঙ্গী হামলা হয়েছে। ডাক্তার সেজে গঙ্গীরা হাসপাতালে ডুকে পড়েছে। তারা হাসপাতালে প্রবেশের পর ইউনিফর্মের ভিতর থেকে একে-৪৭ রাইফেল বের করে এলোপাতারী গুলি করতে থাকে। বিতরে ২ জন নিহতের খবর পাওয়া গেছে। জঙ্গীরা ৪০০ শয্যার ওই হাসপাতালের চতুর্থ ও পঞ্চম তলার দখল নিয়েছে। হাসপাতালের ভিতরে ভীতিকর অবস্থা চলছে। গোলাগুলি এখন চলছে বলে জানা যায়।
আফগানিস্তানের রাজধানীর ওই ওয়াজির আকবর খান এলাকাতেই রয়েছে বিভিন্ন দেশের দূতাবাস। গোটা এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। হাসপাতালের এক কর্মী ফেসবুকে পোস্ট করেছেন, ‘হাসপাতালে জঙ্গিরা ঢুকে পড়েছে। আমাদের জন্য প্রার্থনা করুন।’ বুধবার সকালে ৩ থেকে ৫ জন জঙ্গি ডাক্তার সেজে ঢুকে পড়ে সর্দার দাউদ খান হাসপাতালে। সেনা হাসপাতালের কাছে আরও ২টি হাসপাতাল রয়েছে।