আবারও টেষ্ট ক্রিকেটে সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

ভারতের রবি চন্দন অশ্বিনকে পিছনে ফেলে টেষ্ট ক্রিকেটে আবারও সেরা অলরাউন্ডার হয়েছেন সাকিব আল হাসান। তবে সাকিব আল হাসানের রেটিং পয়েন্ট আগের মতই আছে। একসময় অনেকটা এগিয়ে থাকা রবিচন্দ্রন অশ্বিনই পয়েন্ট  খুইয়ে পেছনে পড়ে গেছেন।

Shakib

মঙ্গলবার শেষ হওয়া ভারত-অস্ট্রেলিয়া টেস্টের ৪ ইনিংসে ৬ উইকেট নিয়েছেন অশ্বিন। আর মাত্র ২০ রান করেছেন ৪ ইনিংসে। ফলে পয়েন্ট খুইয়ে অবনমন হয়েছে অশ্বিনের। ভারত-ইংল্যান্ডের মোহালী টেষ্ট শেষে অশ্বিনের রেটিং পয়েন্ট দাড়িয়েছিল ৪৯৩। বর্তমানে তার রেটিং পয়েন্ট নেমে এসে দাড়িয়েছে ৪৩৪।

অপরদিকে সাকিবের রেটিং পয়েন্ট যা ছিল তা ই আছে (৪৪১)। দীর্ঘ দিন শীর্ষে থাকা সাকিবকে ২০১৫ সালের ডিসেম্বরে টপকে যান অশ্বিন। তবে বাংলাদেশ-শ্রীলংকা টেষ্ট শেষে সাকিবের রেটিং পয়েন্ট বাড়তেও পারে আবার কমতেও পারে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি – তিন সংস্করণেই আপাতত আবারও এক নম্বরে সাকিব। সাকিবই সেরা।

 

Leave a Reply

Your email address will not be published.