আজ ঐতিহাসিক ৭ই মার্চ
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙ্গালীর মুক্তি সংগ্রামের এক ঐতিহাসিক দিন। মুলত ১৯৭১ এর ৭ই মার্চ থেকেই প্রকাশ্যে মুক্তি সংগ্রাম শুরু হয়। ১৯৭১ সালের এইদিনে বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) লক্ষ মানুষের জনসমুদ্রে এক ঐতিহাসিক ভাষন দেন। তার এই কালজয়ী ভাষনই বাংলাদেশসহ সারা বিশ্বে ‘ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন’ হিসাবে ব্যপকভাবে পরিচিত।
ঐদিনের ভাষনে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, আমি যদি হুকুম দিবার না পারি তোমাদের যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবিলা করবে।’ তিনি আরো বলেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।’
দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন। বংলাদেশ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনগুলো দিবসটি উপলক্ষে নানা কর্মসূচী পালন করছেন।