১৪টি উপজেলা ও ৪টি পৌরসভায় ভোট গ্রহন চলছে
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
আজ দেশের ১৪ উপজেলা পরিষদে ও ৪ পৌরসভায় বিভিন্ন পদে ভোট গ্রহণ চলছে। নতুন নির্বাচন কমিশনের অধীনে এটিই প্রথম বড় পরিসরের নির্বাচন। এই নতুন নির্বাচন কমিশনের অধীনে গত ১৮ ফেব্রুয়ারি রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। ওই নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী জয় লাভ করে।
জানা যায়,সকাল ৮টা থেকে সান্তিপুর্ণভাবে ভোট গ্রহন চলছে এবং বিকাল ৪টা পর্যন্ত তা একটানা চলবে। কোথাও গোলযোগের কোন খবর পাওয়া যায়নি। অনেকে এই নির্বাচনকে নতুন ইসির ইমেজ তৈরীর নির্বাচন হিসাবে দেখছে। এই নির্বাচন দলীয় প্রতিকে হওয়ায় আওয়ামীলীগ বিএনপিসহ সকল দলই অংশ নিয়েছে।