হাজারীবাগে ট্যানারি বন্ধের নির্দেশ, গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে আদেশ

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

হাইকোর্ট এক আদেশে রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর না হওয়া সকল ট্যানারি বন্ধের নির্দেশ দিয়েছে। পাশাপাশি ট্যানারি কারখানাগুলোতে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সকল ধরণের সেবা বিচ্ছিন্ন করারও নির্দেশ দিয়েছে। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের ডিভিশন বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে  আজ সোমবার এ আদেশ দেন।
Tannery
উল্লেখ্য আগেই হাইকোর্ট এক রায়ে হাজারীবাগ থেকে সকল ট্যানারি সাভারে স্থানান্তরের জন্য নির্দেশ দিয়ে রায় দিয়েছিল। কিন্তু হাইকোর্টের ঐ রায়ের পরও কিছু ট্যানারি হাজারীবাগেই তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এ বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করেন। অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান রিটের পক্ষে শুনানি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *