মানুষের ছায়া ভেসে উঠল আকাশে, আতঙ্কিত মানুষ
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
সম্প্রতি জাম্বিয়ার আকাশে ভেসে উঠেছিল মানুষের প্রতিচ্ছবি। সেখানে উপস্থিত লোকজন তা দেখে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছিল।
জানা যায়, জাম্বিয়ার কিটওয়ে শহরের এক শপিংমলের উপরে আকাশে ভাসতে দেখা যায় এই মানুষের ছায়াকে৷ আর তা নিয়ে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে৷ হিড়িক পড়ে যায় ছবি তোলার৷ আসলেই মানুষের মানুষের ছায়া আকাশে ভেসে বেড়াতে পারে কিনা তা এখন ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের৷ বিশেষজ্ঞদের ধারণা প্রকৃতির খেয়ালেই তৈরি হয়েছে এই ছায়ামানুষ৷ আকাশে মেঘের দল জমাট বেঁধেই এ ছায়া তৈরী হয়েছিল।
সেখানকার প্রতক্ষ্যদর্শীদের বরাতে জানা যায়, ছায়াটি প্রায় ১০০ মিটার লম্বা ছিল৷ শপিংমলের উপরের আকাশে প্রায় আধঘণ্টা ধরে দেখা গিয়েছে সেটিকে৷ আর অনেকে এই ছায়া দেখে প্রার্থনা শুরু করে দিয়েছিলেন। অনেকে আবার এই ধরনের ঘটনায় ভয় পেয়ে দৌড়াদৌড়ি করতে শুরু করেন৷ আর এ ঘটনা সোশ্যাল মিডিয়ার বদৌলতে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। খবরঃসংবাদ প্রতিদিন