মসুল দখলে নিতে ইরাকী বাহিনী ও আইএসের মধ্যে তুমুল লড়াই চলছে

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

মসুল দখলে নিতে ইরাকী বাহিনী ও আইএসের মধ্য তীব্র লড়াই চলছে। শহরটির পশ্চিম অংশে আইএস জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে মসুল পুনরায় দখলের অভিযান শুরুর পর এখন সবচেয়ে বড় সংঘর্ষ চলছে।

Iraq

ইরাকী বাহিনী সূত্রে জানা যায়, অভিযান শুরুর পর এখানেই প্রচন্ডতম সংঘর্ষ হচ্ছে। ইরাকের এই শহরের প্রাচীন অংশের সরকারি ভবনগুলোর কাছাকাছি পৌছেছেন তারা। এ বছরের জানুয়ারিতে পশ্চিম মসুল আবারো দখল করে নেয় আইএস। দুই সপ্তাহ আগে আইএস জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে আবারো মসুল দখলের অভিযান শুরু করে ইরাকী সরকারী বাহিনী। আর ইরাকী বাহিনীকে সহায়তায় যোগ দিয়েছে মার্কিন বিমান বাহিনীও।

Iraqi special forces advance towards the city of Mosul, Iraq, Wednesday, Oct. 19, 2016. A senior Iraqi general on Wednesday called on Iraqis fighting for the Islamic State group in Mosul to surrender as a wide-scale operation to retake the militant-held city entered its third day. (AP Photo/Khalid Mohammed)

শহরটির পশ্চিম অংশে সাম্প্রতিক এই অভিযানে সবচেয়ে বড় প্রতিরোধের মুখোমুখি ইরাকী বাহিনী।  ১৯শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মসুল পুনরুদ্ধারের সংঘর্ষে অন্তত ৪৫ হাজার সাধারণ মানুষ শহরটি ছেড়ে চলে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম। আইওএম এর হিসাব অনুযায়ী গত অক্টোবর থেকে অন্তত দুই লাখের বেশি অধিবাসী শহর ছেড়ে গেছে। খবরঃবিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *