৬৯তম শিশুর জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
৬৯তম শিশুর জন্ম দিতে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গাজায়। ৪০ বছর বয়সের এই নারী ৬৯টি সন্তানের জন্ম দেন। রাশিয়ান বংশোদ্ভোত এই মহিলার নাম ভাস্সিলিভা। তিনি ৬৯তম শিশুর জন্ম দেওয়ার পর মারা যান।
পরিসংখ্যান অনুযায়ী ওই মহিলাই সবচেয়ে বেশি শিশুর জন্ম দিতে সক্ষম হয়েছে। ৬৯টি শিশুর মধ্যে ১৬টি যমজ এবং ৭টি ত্রিতয় সন্তান।