বিজিএমইএ অবৈধ ভবন ভাঙ্গতেই হবে,রিভিউ খারিজ
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
অবশেষে রাজধানীর হাতিরঝিলে অবস্থিত বিজিএমইএ ভবন ভাঙ্গতেই হবে। ইতিপূর্বে আপিল বিভাগ এ বিল্ডিং ভাঙ্গার রায় দিলে ভবন কর্তৃপক্ষ রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃ্ত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ রিভিউ আবেদন খারিজ করে দেন। ফলে এই ভবন ভাঙ্গা ছাড়া আর কোন পথ নাই।
এর আগে আপিল বিভাগ রায়ে বলেছিল বিজিএমইএকে এই ভবন ভাঙ্গতে হবে। তারা না ভাঙ্গলে রাজুককে ভাঙ্গতে হবে। কতদিনের মধ্য এ ভবন ভাঙ্গতে হবে তা বৃহস্পতিবার আদালত জানিয়ে দিবে। অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকি রিভিউ পিটিশনের পক্ষে এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রাষ্ট্রপক্ষে শুনানি করেন।