বাংলাদেশে আল-কায়েদা বা আইএসের কোনো অস্তিত্ব নাই

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের মানুষ ধার্মিক কিন্তু ধর্মান্ধ নয়। এদেশের মানুষ জঙ্গিবাদ-সন্ত্রাস পছন্দ করে না। আমাদের দেশের মানুষ শান্তিপ্রিয়। তিনি বলেন আল কায়েদা বা আইএসের কোনো অস্তিত্ব বাংলাদেশে নাই। যেগুলো ছিল ও আছে সেগুলো আমাদের দেশেরই তৈরি কিছু সন্ত্রাসী-জঙ্গি বাহিনী এবং এদেরকে আমাদের নিরাপত্তা বাহিনী যথার্থভাবেই দমন করতে পেরেছে।
Asaduzzaman Kamal
তিনি আজ শনিবার ভোলার চরফ্যাশন সরকারি কলেজ মাঠে এক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মন্ত্রী পরে চরফ্যাসন সরকারি কলেজের নব নির্মিত চারতলা একাডেমিক ভবন এবং বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ও কুকরি মুকরিতে দুইটি পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *