দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরী টহল দিচ্ছে

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

বৃহদাকারের মার্কিন রনতরী কার্ল ভিনসন দক্ষিণ চীন সাগরে টহল দিচ্ছে৷ প্রায় ৩০টি যুদ্ধবিমান বহন করে গত ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ থেকে টহল দিচ্ছে মার্কিন এই রনতরী৷ মার্কিনীদের এহেন আচরনে চীন ক্রমসঃ উত্তেজিত হয়ে উঠছে৷ এই ঘটনায় আন্তর্জাতিক মহল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চীন কি প্রতিক্রিয়া দেখায় তার অপেক্ষায় রয়েছে৷

Carl vinson

শুক্রবার ২৫টি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার দক্ষিণ চীন সাগরে অনবরত টহল দেয়৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, এদিন মার্কিন সেনা সদস্যরা বিমানে সমরাস্ত্র ফিট করছিলেন৷ মার্কিন সেক্রেটারি অফ স্টেট রেক্স টিলারসন দাবী করছেন, দক্ষিণ চীন সাগরের দ্বীপে সারফেস টু এয়ার মিসাইল বানানো বন্ধ করতে হবে বেজিংকে৷খবরঃসংবাদ প্রতিদিন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *