ক্ষতিপূরণের আশায় চীনের একটি গ্রামে গণহারে বিবাহবিচ্ছেদ

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

অধিক ক্ষতিপুরন পাওয়ার আশায় চীনের একটি গ্রামে ১৬০টিরও বেশি দম্পতি গণহারে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে। এ ঘটনাটি ঘটেছে পূর্ব চীনের প্রত্যন্ত একটি গ্রামে। জানা যায়, কর্তৃপক্ষ এসব দম্পতির বাড়িঘর ভেঙে ফেলে দিচ্ছে। সেই জন্য প্রত্যেক দম্পতি ক্ষতিপুরন হিসাবে একটি করে বাড়ি পাবে সেখানে।

Nanjing

ফলে তারা ভেবে দেখছে যদি তারা বিবাহ বিচ্ছেদ ঘটায় তাহলে তারা অধিক ক্ষতিপুরন পাবে। অর্থাৎ বিচ্ছেদ ঘটানো স্বামী-স্ত্রী আলাদা বাড়ি পাবে। সেই সাথে প্রত্যেকে অতিরিক্ত ১৯০০০ ডলার ক্ষতিপুরন হিসাবে পাবেন। যেসব দম্পতি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে তাদের মধ্যে কারো কারো বয়স ৮০ বছরেরও বেশি।

গ্রামটিতে এই পরিবারগুলো কয়েক প্রজন্ম ধরে বসবাস করছে। এসব ডিভোর্সের সহায়তার জন্যে গড়ে উঠেছে স্থানীয় কিছু আইনি প্রতিষ্ঠানও। বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করার জন্যে তারা একেক দম্পতির কাছ থেকে নিচ্ছে ২,০০০ ডলার। অনেক দম্পতিই বলেছেন, আপাতত তারা ডিভোর্স নিচ্ছেন। বাড়ি পেয়ে যাওয়ার পর তারা পুনরায় বিয়ে করে ফেলবেন।

ঐ গ্রামটিকে ভেঙে-চুরে উচ্চতর আধুনিক প্রযুক্তির এক এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার গ্রামের পুরনো সব স্থাপনা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। তাদের বাড়িঘর ভেঙে দেওয়ার কারণে স্থানীয় সরকারের তরফে প্রত্যেক দম্পতিকে একটি করে নতুন বাড়ি দেওয়া হচ্ছে। এসব বাড়ির আয়তন ২২০ বর্গমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *