‌ব্রিটেনের রানী প্রথম দেখবেন ‘বাহুবলি টু’

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

বহু প্রতিক্ষিত ‘‌বাহুবলি টু’‌ দেখার প্রথম সুযোগ পাচ্ছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। যার অপেক্ষায় রয়েছে অসংখ্য সিনেমাপ্রেমী। জানা যায়, ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট ভারতের স্বাধীনতার ৭০ বছর উদযাপনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।

bahuboli

সেখানেই দেখানো হবে পরিচালক রাজামৌলির ‘‌বাহুবলি টু, দ্য কনক্লুসন’‌। এই সুযোগ রানীর সঙ্গে ভাগ করে নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। যদিও মোদির উপস্থিত থাকার খবর এখনও নিশ্চিত করা হয়নি। এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে ২৪শে এপ্রিল। আর ভারতজুড়ে ছবির মুক্তি হবে ২৮ এপ্রিল। ২০১৫–এ জাতীয় পুরস্কার জিতে নিয়েছিল রাজামৌলির ‘‌বাহুবলি’‌ । অন্যদিকে বক্স অফিস কালেকশনেও রেকর্ড গড়েছিল এই সেনেমাটি। ‌‌

 

Leave a Reply

Your email address will not be published.