রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলাম গ্রেফতার
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী মো. এমদাদুল ইসলামকে গ্রেফতার করেছে। তাকে আজ বৃহম্পতিবার সকালে তার বনানীর বাসা থেকে গ্রেপতার কর হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার জানান, গত ২৩ ফেব্রুয়ারি দুদকের উপসহকারী পরিচালক সাইদুজ্জামান বাদী হয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজউকের সাবেক এই প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আর এই মামলায়ই আজ সকালে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানা যায়।