মার্কিন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ছাঁটাই

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

ক্যালিফোর্নিয়া এবং সান ফ্রানসিসকো বিশ্ববিদ্যালয় ৪৯ জন ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীকে ছাঁটাই করেছে। ভারতীয় এই কর্মীদের দিয়ে আউট সোর্সিংয়ের কাজ করানো হত। এই পদক্ষেপের মাধ্যমে আগামী পাঁচবছরে ৩০ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় করা যাবে বলে বিশ্ব বিদ্যালয়গুলি দাবি করছে। বিদেশি কর্মীদের দিয়ে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিপুল পরিমাণ কাজ করানো নিয়ে সেখানে ক্ষোভ জন্মেছিল। আর অবস্থাকে সামাল দিতেই এই পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় দুটি।

University of California

ক্ষমতায় আসার আগে ডোনাল্ড ট্রাম্পও তথ্যপ্রযুক্তি-সহ আরও নানা ক্ষেত্রে আউটসোর্সিংয়ে রাশ টানার আশ্বাস দিয়েছিলেন। ট্রাম্পের নীতি এক্ষেত্রে কাজ করেছে কিনা তা পরিস্কার করে বলা যাচ্ছে না। গত বছরই ক্যালিফোর্নিয়ার সিনেটর ডিয়ান ফিয়েনস্টাইন বলেছিলেন, ‘‌দেশের বিশ্ববিদ্যালয়েরগুলোর উচিত স্বদেশীয় কর্মীদের স্বার্থের দিকে খেয়াল রাখা।’‌ আর তখনই এই ছাটাইয়ের ধারনা করেছিল সংশ্লিষ্ট মহল। খবরঃআজকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *