পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় সামরিক প্রধান আলামীন নিহত

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

নব্য জেএমবির সামরিক শাখার উত্তরাঞ্চলীয় প্রধান আলামীন ওরফে আমিনুল ইসলাম ওরফে রনি (২৩) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।
Aminul
বগুড়া জেলার শেরপুর উপজেলার সীমান্তবর্তী ভবানীপুরের জামনগর গ্রামে টহলরত পুলিশের উপর জেএমবির ক্যাডাররা বুধবার দিবাগত রাত ৩ টার দিকে হঠাৎ গুলি ছুরতে থাকে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে আলামীন (২৩) গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত আলামীনের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার বুজরুক রাজারামপুর গ্রামে। তার পিতার নাম দুরুল হক। নিহত আলামীন বগুড়ার শেরপুর উপজেলার জুয়ানপুর গ্রামের গ্রেনেড বিস্ফোরণ মামলার সন্দেহভাজন আসামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *