লিফট-গাড়ি নিয়ে ইন্দোনেশিয়া যাচ্ছেন সৌদি বাদশাহ
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন সব মিলিয়ে ৪৫৯ টন মালামাল সাথে নিয়ে। তারমধ্যে দুটি মার্সিডিজ গাড়ি এবং দুটি লিফটও সাথে নিয়ে যাচ্ছেন। আর এ মালামালগুলি পরিবহনের জন্য আলাদা একটি কোম্পানীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর ঔ কোম্পানী আলাদা পরিবহন বিমানের মাধ্যমে মালামালগুলি ইন্দোনেশিয়া আনা-নেওয়া করবে।
মালামালের মধ্যে ৬৩ টন মালামাল নামানো হবে জার্কাতায়। আর বাকি ৩৯৬টন নামানো হবে বালি দ্বীপে। সৌদি বাদশাহ বালি দ্বিপেই অবকাশ যাপন করবেন। এ সফরে সৌদি বাদশাহর সাথে ৬২০ জন সফরসঙ্গী যাবেন বলে জানা গেছে। এছাড়াও এ সফরে আরো ৮০০ সদস্যের প্রতিনিধি যাচ্ছেন। তারা সকলে মোট ২৭টি ফ্লাইটে করে জার্কাতায় পৌঁছাবার কথা রয়েছে। সৌদি বাদশার এ বিলাশবহুল সফর নিয়ে ইন্দোনেশায় বেশ আলোচনা চলছে।
গত সোমবার মালয়েশিয়া পৌঁছানোর মধ্য দিয়ে সৌদি বাদশাহ তার সফর শুরু করেছেন। বুধবার তার ইন্দোনেশিয়া সফর শুরু করার কথা রয়েছে। এ সফরে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সাথে সৌদির ব্যবসা-বানিজ্য বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।