গাবতলী বাস টার্মিনালে সংঘর্ষে এক পরিবহন শ্রমিক নিহত

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

গত সোমবার আদালত একজন ড্রাইভারকে মৃত্যুদন্ড দেওয়ার প্রতিবাদে শ্রমিক ফেডারেশন আজ থেকে সারাদেশে অনির্দিষ্টিতকালের  জন্য ধর্মঘট ও অবরোধের ডাক দেয়।

IMG_20170126_110940

আজ বুধবার সকালে গাবতলী বাস টার্মিনালে পরিবহন শ্রমিক ও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় এক পরিবহন শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত শ্রমিকের নাম শাহ আলম (৩০)। জানা যায় সে বৈশাখী পরিবহনের চালক। আজ সকাল ৮টায় গাবতলী বাস টার্মিনালের কাছাকাছি মাজার রোড এলাকায় তিনি গুলিবিদ্ধ হলে তাকে আহত অবস্থায় মাজার রোডের সেলিনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
IMG_20170126_110954
পরে সেলিনা হাসপাতাল থেকে তার লাশ দারুস সালাম থানা পুলিশ পুলিশ ভ্যানে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান জানান, একজনকে গুরুতর আহত অবস্থায় আমরা একটি হাসপাতাল থেকে উদ্ধার করেছি। তিনি মারা গেছেন কিনা এ বিষয়ে এখনো কোন নিশ্চিত তথ্য মেলেনি।
অপরদিকে পরিবহন শ্রমিকেরা দাবি করেছেন, শাহ আলম নিহত হয়েছেন পুলিশের গুলিতেই। সকাল ৮ থেকে প্রায় ৩ ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষের পর টার্মিনালের সামনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকালে শ্রমিকেরা আগুন জালিয়ে টার্মিনালের সামনের রাস্তা অবরুদ্ধ করে রাখে। তারা বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করে এলাকায় আতংক তৈরী করে। এক পর্যায়ে পুলিশ ফাকা গুলি ও কাদানো গ্যাস দিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। এই ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক ও পুলিশ আহত হয়েছে। পায়ে হেটে মানুষ গাবতলী এলাকা পাড় হচ্ছে।
মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনাল ঘুড়ে দেখা যায় সেখানকার অবস্থা শান্ত রয়েছে। মহাখালী বাস টার্মিনালের সামনে দিয়ে বাস ও ট্রাক ছাড়া সব ধরনের প্রাইভেট কার, সিএনজি, রিক্সা চলাচল করছে। আজ দুপুর ১২টার সময় মহাখালী ও মগবাজার এলাকায় ব্যপক যানঝট লক্ষ করা গেছে। তবে সায়দাবাদে শ্রমিকেরা রাস্তা অবরোধ করে রেখেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *