ঝালকাঠি পৌর মেয়রকে লক্ষ্য করে গুলি করেছে তারই ছেলে , ছেলে গ্রেফতার
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের ছেলে তাকে গুলি করেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটে আজ সন্ধ্যায় মেয়রের নিজ বাসায়। মেয়রের বড় ছেলে আমিনুল ইসলাম লিটন তালুকদার তার বাসায় বসে মদ্যপ অবস্থায় মেয়রকে লাঞ্চিত করে এবং ১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
মেয়র দ্রুত ঘটনাটি ঝালকাঠি সদর থানার ওসি মাহে আলমকে জানালে পুলিশ এসে লিটন তালুকদারকে আটক করে থানায় নিয়ে যায়। তারপর সন্ধ্যা ৭ টার দিকে সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে লিটনের বাসায় অভিযান চালিয়ে একটি অবৈধ পিস্তল, ১৪ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে। এঘটনায় আমিনুল ইসলাম লিটন তালুকদারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাসহ আইনানুগ ব্যাবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মেয়র নিজেও আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান। খবরঃইত্তেফাক