গ্যাসের দাম বাড়ানোর দ্বিতীয় ধাপের কার্যকারিতা ছয় মাসের জন‌্য স্থগিত করেছে

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

হাইকোর্ট্ বাংলাদেশের সরকারের দুই ধাপে গ‌্যাসের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তার ২য় ধাপটি ছয় মাসের জন‌্য স্থগিত করেছে। হাইকোর্ট ভোক্তা সংগঠন ক্যাবের এক রিট আবেদনের প্রেক্ষাপটে এই আদেশ দিয়েছে। আদালত সেই সঙ্গে এই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে। এছাড়া চার সপ্তাহের মধ্যে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

Gas burner

উল্লেখ্য গত ২৩শে ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি গ্যাসের দাম বাড়িয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এই গণবিজ্ঞপ্তি অনুযায়ী আবাসিক গ্রাহকদের আগামী ১লা মার্চ থেকে এক চুলার জন্য মাসে ৭৫০ টাকা এবং দুই চুলার জন্য ৮০০ টাকা দিতে হবে। আর দ্বিতীয় ধাপে ১লা জুন থেকে এক চুলার জন্য মাসিক বিল ৯০০ টাকা এবং দুই চুলার জন্য ৯৫০ টাকা ধার্য করা হয়েছে।

অপরদিকে যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহৃত সিএনজির দাম ১লা মার্চ থেকে প্রতি ঘনমিটারে ৩৮ টাকা এবং ১ জুন থেকে ৪০ টাকা ধার্য করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.