অস্কারে সেরা চলচ্চিত্রের নাম ঘোষণায় নজিরবিহীন ভুল হয়েছে
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
কিছুক্ষণ আগে লস এঞ্জেলসে শেষ হয়েছে এবছরের অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান। এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘মুনলাইট’। কিন্তু প্রথমে ভুলক্রমে ‘লা লা ল্যান্ড-এর নাম ঘোষণা করা হয়। অবশ্য ভুল শোধরাতে বেশী দেরী হয়নি। এই ভুল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র প্রতিক্রিয়া। অস্কারে এমন ভুল নাম ঘোষণা এর আগে কখনো হয়েছে, এমনটি কারো জানা নেই। তবে মিউজিক্যাল চলচ্চিত্র লা লা ল্যান্ড অবশ্য ছ’টি বিভাগে অস্কার জিতেছে। এবারের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন এমা স্টোন। সেরা পরিচালক হয়েছেন ডেমিয়েন শ্যাযেল।
ক্যাসি অ্যাফ্লেক ‘ম্যাঞ্চেস্টার বাই দ্য সি’ চলচ্চিত্রে অভিনয় করে সেরা অভিনেতার অস্কার পেয়েছেন। ইরানি পরিচালক আসগর ফারহাদি ইরানসহ ছটি দেশের উপর প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার প্রতিবাদে অস্কার অনুষ্ঠান বর্জন করেছিলেন। আজগর ফারহাদির চলচ্চিত্র ‘দ্য সেলসম্যান’ই জিতলো সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের অস্কার পুরস্কার।