সাক্ষ্য দিতে সিলেটের বিচারিক আদালতে খাদিজা
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
বহুল আলোচিত খাদিজ হত্যাচেষ্টা মামলায় বদরুল আলমের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন খাদিজা বেগম নার্গিস। শাবি ছাত্র ও ছাত্রলীগ শাবির নেতা বদরুল আলম গত বছরের ৩ অক্টোবর বিকালে সিলেট এমসি কলেজের পরীক্ষার হল থেকে বের হওয়ার পর খাদিজাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করেন। দিনে দুপুরে প্রকাশ্য এ পৈচাশিক হামলায় তখন ব্যপক নিন্দার ঝড় উঠে। খাদিজার সহপাঠীসহ স্থানীয় জনতা বদরুলকে পুলিশে দেন। এ ঘটনায় ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িক বহিষ্কার করে। বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।
আজ রবিবার বেলা পৌনে ১১টার দিকে খাদিজা আদালতে পৌঁছেন। আজ বিচারিক আদালতে তার সাক্ষ্য দেবার কথা রয়েছে। জানা যায়, খাদিজা হত্যাচেষ্টা মামলায় ইতিমধ্য ৩৩ জন সাক্ষ্য দিয়েছেন। এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে আজ খাদিজার সাক্ষ্য প্রদানের মধ্য দিয়ে।