বিমানে দাঁড়িয়ে করাচি থেকে মদিনা গেলেন
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
যাত্রী হিসাবে বাসে কিংবা লঞ্চে দাঁড়িয়ে থেকে চলাচলের কথা আমরা জানি। কিন্ত ৭ জন অতিরিক্ত যাত্রী বিমানে দাঁড়িয়ে থেকে করাচী থেকে মদিনা গেলেন। মনে হয় যাত্রী হিসাবে বিমানে দাড়িয়ে থেকে লম্বা পথ পাড়ি দিয়ে অবশেষে গন্তব্যে পৌছা এটাই প্রথম। পাকিস্তানের অলাভজনক বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) করাচি থেকে মদিনায় যাত্রীদের পৌঁছে দিতে গিয়েই এই ঘটনা ঘটিয়েছে।
পিয়াইএ এর এই বিমানটিতে ৪০৯ জন যাত্রী যাওয়ার কথা ছিল মদিনাতে। কিন্তু সংস্থাটি ৪১৬ জন যাত্রী নিয়ে আকাশে উড়তে থাকে। বাকি ৭ জন সিটের মাঝে ঠায় দাঁড়িয়ে রইলেন তিন ঘণ্টার বিমান যাত্রায়। ঘটনাটি ঘটেছে ২০শে ফেব্রুয়ারী।
ঔ বিমানের পাইলট আনোয়ার আদিল বলেন, তিনি আগে থেকে জানতেন না যে ৭ যন যাত্রী বেশি হযেছে। বিমান আকাশে উঠার কিছুক্ষন পর তিনি জানতে পারেন বিমানের ৭ যাত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে চলেছেন। পাকিস্তানী বিমানের এমন কান্ডের তদন্ত শুরু করেছে দেশটির সরকার।খবরঃআজকাল