বাড়ি অবরুদ্ধ করে রাখা সেই দেয়াল ভেঙ্গে ফেলা হচ্ছে

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

খুলনার পাইকগাছায় একটি বাড়ির চলাচলের রাস্তা দেয়াল তুলে অবরুদ্ধ করে রাখার অভিযোগ আসার পর আজ সেই দেয়াল ভাঙ্গতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজের বাড়ির চলাচলের রাস্তায় গতবছরের জানুয়ারিতে কয়েক ফুট উঁচু দেয়াল তুলে বন্ধ করে দেয় সেখানকার এমপিপুত্র। এ ঘটনা নিয়ে স্থানীয় সংসদ সদস্যের সাথে তাদের পাল্টাপাল্টি মামলাও হয়।

Khulna

দেয়াল ভাংগার কাজ চলছে

বিবিসি বাংলাসহ অন্যান্য গণমাধ্যমে এসংক্রান্ত খবর প্রকাশের পর আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে দেয়াল ভাঙ্গার নির্দেশ দিলে ভাঙ্গার কাজ শুরু হয়। পাইকগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফকরুল হাসান আজ উভয় পক্ষের কাগজপত্র দেখে ও বক্তব্য শুনে দেয়াল ভাঙ্গার সিদ্ধান্ত নেন। পুরো দেয়ালটিই ভেঙ্গে ফেলার কাজ চলছে। সংশ্লিষ্ট থানার ওসিও তার সাথে উপস্থিত আছেন।

Khulna1

জনাব আজিজের পরিবার অভিযোগ করেছিল, বাড়ি থেকে বের হতে হলে মই দিয়ে প্রাচীর পার হতে হয় তাদের। এভাবে দেওয়াল পাড় হওয়া বয়স্ক এবং শিশুদের জন্য ছিল বেশ কষ্টদায়ক। দেওয়ালের নিচে গর্ত খুড়ে গর্তের ভিতর দিয়ে আসা যাওয়াও করতেন আজিজের পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published.