চেন্নাইয়ে ২ মহিলার মধ্যে ১ জন হন ধর্ষিতা
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
ভারতের চেন্নাইয়ের কোয়েম্বাতুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সমীক্ষায় জানা গিয়েছে, চেন্নাইয়ে প্রতি দুইজন মহিলার মধ্যে একজন শ্লীলতাহানির শিকার বা ধর্ষিত হন। লোকলজ্জার ভয়ে মাত্র ১০ শতাংশ মহিলা পুলিশে রিপোর্ট করেন। বাকিরা মুখ বুজে সব সহ্য করেন। স্বেচ্ছাসেবী সংগঠনটি বেসান্ত নগর, সাইদাপেত, সেমেনচেরি, কাশিমেদু, রামাপুরাম ও ব্যাসারপারি প্রভূতি স্থানে সমীক্ষা চালিয়েছিল। মাদ্রাজ হাইকোর্টের আইনজীবী ভি কন্নদাসান বলেছেন, ‘গরিব ঘরের মেয়েরাই সবচেয়ে বেশি যৌন লাঞ্ছনার শিকার হন। সচেতনতার অভাবই মূল কারণ।’
দুই মাস ধরে ১০০০ মহিলার মধ্যে সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় আরও বেশ কিছু তথ্য উঠে এসেছে। চেন্নাই শহরে ১৫ বছরের মধ্যেই বিবাহ হয়ে যায় প্রতি পাঁচজন মহিলার মধ্যে অন্তত একজনের। ১০০০ জনের মধ্যে ৪০০ জন মহিলা জানিয়েছেন তাঁদের ২০ বছর হবার আগেই বিবাহ হয়ে গিয়েছিল। তাদের তুলনায় স্বামীদের বয়স ছিল অনেক বেশি। এর মধ্যে বৈবাহিক জীবনে ৪০ শতাংশ মহিলাই অখুশী।