নামকে মারতে খরচ করতে হয় মাত্র ৪০০ রিংগিত
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে কিম জং নাম–কে হত্যা করতে ব্যবহার করা হয়েছিল মারাত্মক গণবিধ্বংসী অস্ত্র। নাম যাতে কোনও ভাবেই প্রাণে না বাঁচেন সেটা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। এমনটাই জানাচ্ছে মালয়েশিয়ার পুলিশ।
অত্যান্ত বিষাক্ত এই বিষের নাম ‘নার্ভ’। মাত্র মালয়েশিয়ান ৪০০ রিংগিতের জন্য ইন্দোনেশিয়ান এক মহিলা নামকে চেপে ধরে তার মুখে এই বিষাক্ত বিষ মেখে দিয়েছিল। কাউকে প্রাণে মারার জন্ এর ১ মিলিগ্রামই যথেষ্ট। এই বিষটিকে জাতিসংঘ ইতিমধ্যেই গণবিধ্বংসী মারণাস্ত্র হিসেবে ঘোষণা করেছে। মালয়েশিয়ায় এই রাসায়নিক নিষিদ্ধ। নামের মৃত্যুর পাশাপাশি সেই সময় তার পাশে থাকা এক মহিলাও বিষের প্রভাবে অসুস্থ হয়ে পড়েন।
এই বিষ কিভাবে মালয়েশিয়াতে আসল, তা নিয়ে তদন্ত চলছে। এই হত্যাকান্ড নিয়ে মালয়েশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্কে ইতিমধ্যেই টানাপোড়েন শুরু হয়েছে। উত্তর কোরিয়া যদি সত্যি সত্যি এই হত্যার পেছনে থাকে, তাহলে কেন তারা কিম জং নামকে হত্যায় এরকম বিষাক্ত রাসায়নিক ব্যবহার করলো, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। প্রাণঘাতী রাসায়নিক অস্ত্র যে তাদের কাছে আছে, সেটা বুঝিয়ে দেওয়াই কি এর লক্ষ্য? উল্লেখ্য উত্তর কোরিয়ার কাছে বিশ্বের তৃতীয় বৃহত্তম রাসায়নিক অস্ত্রের ভাণ্ডার আছে বলে মনে করেন এই বিষয়ের বিশেষজ্ঞরা। যে ছ’টি দেশে এখনও রাসায়নিক অস্ত্রের নিয়ন্ত্রণের চুক্তিতে সই করেনি, উত্তর কোরিয়া তাদের অন্যতম।