কক্সবাজারের চকরিয়ায় মাইক্রো উল্টে ৪ জন নিহত

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
মাইক্রোবাস উল্টে কক্সবাজারের চকরিয়ায় চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আর এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন।

আজ সকাল ৯টায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে পুলিশ সার্জেন্ট আবুল কাসেম।