সেনা কনভয়ে জঙ্গি হামলায় কাশ্মীরে তিন সেনা নিহত

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

ভারত শাসিত কাশ্মীরে আবার জংগী হামলা হয়েছে। বুধবার রাত আড়াই দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় হামলার ঘটনাটি ঘটে। এবার লক্ষ্য সেনার কনভয়। গুলির লড়াইয়ে নিহত হয়েছেন তিন সেনা-সহ এক মহিলা। আহত কমপক্ষে চারজন সেনা।

Kashmir

ভারতীয় সেনাবাহিনীর একটি কনভয় কাশ্মীরের সোপিয়ানের মাতৃগ্রাম থেকে জঙ্গিবিরোধী অপারেশন সেরে ফেরার পথে রাত আড়াইটায় এ হামলা হয়। একদল সশস্ত্র জঙ্গি কনভয়টিতে হামলা চালায়। এ হামলায় নিহত হন তিনজন সেনা সদস্য। দু’পক্ষের গোলাগুলির মাঝে পড়ে মৃত্যু হয় এক স্থানীয় মহিলারও। মুহূর্তে গোটা এলাকাটি সেনাবাহিনী ঘিরে ফেললেও অন্ধকার থাকায় জঙ্গিরা পালিয়ে যেতে সক্ষম হয়। আহত সেনা সদস্যদের চিকিৎসার জন্য শ্রীনগরে নিয়ে যাওয়া হয়েছে।

Kasmir

উল্লেখ্য গত তিন সপ্তাহে এ নিয়ে চতুর্থবার সেনা-মৃত্যুর ঘটনা ঘটল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। এর আগে উপত্যকায় পৃথক তিনটি এনকাউন্টারে ছ’জন সেনা নিহত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published.