চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম ইউনিট
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে গ্রেফতার করেছে। আজ সকালে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।
ইরাদ আহমেদ সিদ্দিকীকে আইসিটি এ্যাক্টের ৫৭ ধারায় গত বছর কোতোয়ালী থানায় করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। এ মামলাট ছাড়াও ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে আরও চারটি মামলা রয়েছে।