ইরাকী বাহিনীর দখলে মসুল বিমানবন্দর
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকী বাহিনী আরো একধাপ সফলতা পেয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ইরাকী সেনাবাহিনী পশ্চিম মসুলের বিমানবন্দর পুনর্দখল করেছে। টানা চার ঘণ্টা ধরে আইএসের বিরুদ্ধে লড়াই করে তারা এ বিমানবন্দরের দখল পেয়েছে। এখনো তীব্র লড়াই চলছে। শহরের ভেতর থেকে আইএস জঙ্গিরা মর্টার হামলা চালাচ্ছে। তারা আল–ঘাজলানি সামরিক ঘাঁটির পার্শ্ববর্তী এলাকাতেও হামলা চালিয়েছে। সেখানে জঙ্গিদের সাথে সামরিক বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়।
ইরাকি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, আইএস জঙ্গিরা বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিতে ঢুকে পড়েছে। জঙ্গিরা ইতিমধ্যেই বিমানবন্দরের রানওয়ে ধ্বংস করে রেখেছে। এই বিমানবন্দরের দখলে আসায় ইরাকি বাহিনীর মসুলের দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন রুটের নিয়ন্ত্রণ নিতে সহজ হবে। উল্লেখ্য ইরাকি বাহিনী গত মাসে মসুলের পূর্বাঞ্চল পুনরায় দখল করে নেয়।