লিবিয়ার সাগরতীরে ভেসে এসেছে ৮৭টি মৃতদেহ

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
৮৭ জন আফ্রিকান অভিবাসীর মৃতদেহ লিবিয়ার জাবিয়া শহরের কাছে সমুদ্রের তীরে ভেসে এসেছে। ধারনা করা হচ্ছে এরা সম্ভবত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার পথে নৌকাডুবির শিকার হয়। জানা যায় কাছেই একটি ছেঁড়া রাবারের নৌকা পাওয়া গেছে।
সম্ভবত মৃত ব্যক্তিরা ইতালি যাবার চেষ্টায় নৌকায় উঠেছিল এমন ধারনা পেয়েছেন সংশ্লিষ্ট উদ্ধারকারীরা। রাবাবের যে নৌকাটি তীরের কাছাকাছি পাওয়া গেছে তার ধারন ক্ষমতা ১২০ জনের। সেই কারনে ধারনা করা হচ্ছে আরও কিছু মৃতদেহ সাগরে পাওয়া যেতে পারে। মৃত ব্যাক্তিদের মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে। ত্রিপলীতে মৃতদের দাফন হবে।
উল্লেখ্য এভাবে জীবনের ঝুকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার প্রবনতা সাম্প্রতিককালে ব্যপকহারে বৃ্দ্বি পাচ্ছে। এভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার পথে গত বছর প্রায় ৫ হাজার অভিবাসী প্রত্যাশীর করুন মৃত্যু ঘটেছে।