ইরাকের মসুলে আইএসের সাথে ইরাকী সরকারী বাহিনীর তুমুল লড়াই চলছে
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
মসুলের চারদিক থেকে ইরাকের সরকারী বাহিনী আইএসকে ঘিরে ফেলেছে। সেখানে তীব্র লড়াই চলছে। ইসলামিক স্টেটের হাত থেকে মসুলের নিয়ন্ত্রণ পুন:দখলের লড়াইতে বড় ধরণের সাফল্য দাবি করেছে ইরাকের সরকারি সৈন্যরা।
ইরাকী সৈন্যরা শহরের পশ্চিমাংশের বেশ কয়েকটি গ্রাম দখলের পর মসুল এয়ারপোর্টের দিকে অগ্রসর হচ্ছে। এ লড়াইয়ে ভারি কামান এবং হেলিকপ্টার গানশিপ ব্যবহার করা হচ্ছে। এর জবাবে ইসলামিক স্টেট গাড়ি বোমা ব্যবহার করছে।ড্রোনের মাধ্যমে তারা বিস্ফোরকও ফেলেছে যুদ্ধক্ষেত্রে। গতকাল ভোর হওয়ার কিছুক্ষণ পরেই এই অভিযান শুরু করে ইরাকী বাহিনী। তারপরই ইরাকি বাহিনী খুব দ্রুত পশ্চিম মসুলের দক্ষিণাঞ্চলে কয়েকটি গ্রাম দখল করার উদ্দেশ্যে অগ্রসর হয়।
কেন্দ্রীয় পুলিশ বাহিনী এই অভিযানে প্রাথমিকভাবে নেতৃত্ব দেয়। কয়েকশ সাঁজোয়া গাড়ি নিয়ে তারা ওই গ্রামগুলোর দিকে অগ্রসর হতে থাকে। আকাশ থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর হেলিকপ্টার গানশিপ এই অভিযানে তাদেরকে সহযোগিতা করে। অভিযানের আগে ধারনা করা হয়েছিল ইরাকী বাহিনী হয়ত তীব্র প্রতিরোধের মুখে পড়তে পারে। বাস্তবে ইরাকী বাহিনীকে তেমন কোন প্রতিরোধের মুখে পড়তে হয়নি।
মসুলে প্রায় ৭ লাখ লোক আটকা পড়ে আছে বলে ধারনা করা হচ্ছে। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি অভিযানের সময় সাধারন মানুষের ক্ষয়ক্ষতি যাতে কম হয় সেদিকে খেয়াল রাখতে বলেছেন।