মসুলে আইএসের বিরুদ্ধে ইরাকী বাহিনীর সেনা অভিযান শুরু
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
ইরাকের মসুলের পশ্চিমভাগকে আইএস মুক্ত করতে পুনরায় সেনা অভিযান শুরু করেছে ইরাক। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি একটি টেলিভিশন চ্যানেলে নতুন করে সেনা অভিযানের কথা ঘোষণা করেন। তিনি জানান, আইসিসের হাত থেকে মসুলের বেশিরভাগ অংশই মুক্ত করা হয়েছে। তবু পশ্চিমভাগ এখনও সম্পূর্ণ জঙ্গিমুক্ত হয়নি। সেকারণেই এই সেনা অভিযান করতে হচ্ছে।
তিনি বলেন এই সেনা অভিযান আরও বিধ্বংসী হবে। সেকারণে পশ্চিমভাগ সংলগ্ন এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় ২ মাস সময় লেগেছিল আগের অভিযান শেষ করতে। এবারও সেরকম সময় লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে। মসুলের পশ্চিমভাগে জঙ্গিতের লুকিয়ে থাকার সম্ভাবনা বেশি। কারন মসুলের পশ্চিমভাগ পুরনো শহরের ধাঁচে তৈরি এবং সংকীর্ণ রাস্তা, সরু গলি, বাড়িগুলিও ঘুপচির মধ্যে। এই কারনে এই অভিযানে একটু বেশি সময় লাগবে বলে ইরাকের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা মনে করছেন। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে সেখানকার বাসিন্দাদের ক্ষতি যাতে না হয় সেদিকে বিশেষ নজর রাখা হবে।