বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একুশের প্রথম প্রহরে ফুল দিতে পারবেন
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একুশের প্রথম প্রহরে ফুল দিতে পারবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের নেতৃ্ত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ঢাবি ভিসি আরেফিন সিদ্দিকের সাথে যোগাযোগ করলে এ অনুমতি মিলে।
উল্লেখ্য একুশে ফেব্রুয়ারী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয় ঢাবির পরিচালনায়। রেওয়াজ অনুযায়ী একুশের প্রথম প্রহরে প্রথমে শ্রদ্ধার্ঘ অর্পন করেন রাষ্ট্রপতি, তারপর প্রধানমন্ত্রী, স্পীকার, বিরোধীদলীয় নেত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যরা যথাক্রমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারপরেই আসেন বিদেশী কুটনিতিকরা। খালেদা জিয়া এ প্রটোকলে না থাকায় তার জন্য ঢাবি ভিসির কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হয়। খালেদা জিয়া ৬০ জনকে নিয়ে একুশের প্রথম প্রহরে ফুল দেওয়ার অনুমতি পান।