পাচঁদিনে ৩০ কেজি ওজন কমেছে সেই ৫০০ কেজির মিশরীয় মহিলার
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
৫০০ কেজি ওজনের মিশরীয় ইমন আহমেদ ভারতে এসেছেন চিকিৎসা নিতে। আগে তিনি শুধু বিছানায় শুয়ে থাকতেন। হাত নাড়তে পারতেন না। ভারতে এসেছেন ওজন কমিয়ে সুস্থ জীবন পাওয়ার আশায়। ভারতে তার চিকিৎসা শুরু হয়েছে।
৫ দিনের চিকিৎসা শেষে তার ওজন কমেছে ৩০ কেজি। তিনি এখন হাত নাড়ছেন, চুমু ছুঁড়ে দিচ্ছেন ফটোগ্রাফারদের দিকে। চিকিৎসকরা আশা করছেন আগামী ৩ সপ্তাহের মধ্যে ১০০ কেজিতে চলে আসবে তার ওজন। তারপরেই চূড়ান্ত পর্যায়ের অস্ত্রোপচার শুরু করবেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মুফি লাকদাওয়ালা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের উদ্যোগে বিশেষ কার্গো বিমানে করে তাকে ভারতে নিয়ে আসা হয়। ইমনের চিকিৎসার জন্য ২ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে হাসপাতালের বিশেষ ওয়ার্ড। ৫০০ কোজি ওজন রাখতে পারে এমন অপারেশন থিযেটার, বেড তৈরি হয়েছে।
শেষ যে মেডিকেল রিপোর্ট প্রকাশ করা হযেছে, তাতে বলা হয়েছে, ইমন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, এছাড়াও ডায়েবেটিস, কিডনির সমস্যা, থাইরয়েড, ফুসফুসের সমস্যা রয়েছে তাঁর। আর এসবের কারন অত্যাধিক ওজন। তাই ওজন না কমিয়ে অস্ত্রোপচার করা সম্ভব নয় নয় বলে তার চিকিৎসকরা জানিয়েছেন।
ইমনকে আহমেদকে আপাতত ১২০০ ক্যালোরির কঠোর ডায়েটে রাখা হয়েছে। আগে দিনে এক ঘণ্টার বেশি ঘুমোতে পারতেন না ইমন। এখন তার ঘুম একটু একটু করে বাড়ছে। হাসপাতালের বেশিরভাগ সময়টা শুয়েই কাটাচ্ছেন তিনি। আর তিনি সারাক্ষণ টিভি দেখছেন।